কেমন আছেন ভাই সকলে কেমন আছেন ভাই
এমনি দিনে জানি রে ভাই কেউ যে ভালো নাই।
এমন একটা সময়ে যে আমরা করি বাস
এই সময়ে সবার মনে শুধু দীর্ঘশ্বাস ।
শান্তি নাইরে এই জগতে হাস ফাস করি শুধু
শান্তি পথের দিশা কোথায় খুজি নাকো কভু।
দয়ার সাগর রহমানের ও অসীম দয়ায়
আইলাম ভবে মুসলিম হয়ে মালিকের ইচ্ছায়।
এতো রহম করলেন যিনি আমরা উদাসীন
তার স্মরণে বেখবর ভাই আমরা নিশিদিন।
নামে মোরা মুসলমান যে কাজে মুসলিম নই
এ কেমন ভন্ডামী যে বুঝি না তো ভাই।
সারা জীবন চলে যে ভাই বাতিলের দলে তে
মরণ কালে সপি তারে রাসুলের মিল্লাতে।
এই রকম মশকরা যে কেমন করে করি
গোলেমালে তালে গোলে আমাদের নাই জুড়ি।
ইসলাম একটি জীবন বিধান মুখে মুখে বলি
সেই বিধানের নিয়ম কানুন নাহি মেনে চলি।
মুখে বলি আল্লাহর বিধান ইসলাম কায়েম চাই
এইটা করতে যা যা লাগে আমরা তাতে নাই।
মেসওয়াকের ফযিলত ও শত মুখে বলি
একামতে দ্বীনের কথা সেই না ভাবে বলি।
নব্বই ভাগও মুসলমানের দেশে করি বাস
এই দেশেতে হয় না রে ভাই আল্লাহর বিধান পাশ।
এই রকম ও ছন্নছাড়া চিন্তা ছাড়ি ভাই
অন্তর দিয়ে বিবেক বুদ্ধি কাজে যে লাগাই।
আসেন ও ভাই সবাই মিলে শপথ যে নেই
আল কোরআনের আলোকে ভাই দেশটা গড়ে নেই।
যে যা বলুক যে যা করুক আমারা ভীত নই
এক আল্লাহ কে মেনে রে ভাই আমরা ধন্য হই।
                ------০-----