কেমন আছেন

কেমন আছেন ভাই সকলে কেমন আছেন ভাই
এমনি দিনে জানি রে ভাই কেউ যে ভালো নাই।
এমন একটা আজব দেশে আমরা করি বাস
সত্য থাকে চাপা পরে মিথ্যায় সর্বনাশ।
লক্ষ কোটি টাকা হয় যে বিদেশে পাচার
দেখে শুনে সবাই দেখ কেমন নির্বিকার।
কথায় কথায় হেলমেট গুন্ডা আসে তেড়ে ভাই
লগি বৈঠার তান্ডব জাতি আজো ভুলে নাই।
কথায় কথায় হামলা মামলা থাকে মূখ উচিয়ে
কেউ না বলে কোন কথা থাকে ভয়ে ভয়ে।
দ্রব্যমূল্য যায় যে বেড়ে লাফিয়ে লাফিয়ে
খোশ মেজাজে বগল বাজায় মাথাপিছু আয়ে।
উন্নয়নের জোয়ারে যে তারা হাসি খুশি
বাংলাদেশের নীরো বাজায় সম্মোহনী বাশি।
দিনের ভোট যে রাতে হয় ভাই ইসি বলেন হেসে
অভিযোগ কেউ দেয় নাই বলে চুপ করে যান শেষে।
কত কাল আর থাকবে জাতি চুপ করে যে ভাই
ভয় কাটিয়ে সাহস নিয়ে দাড়াবে সবাই।
সবাই মিলে শক্তভাবে করলে প্রতিরোধ
দুঃশাসনের লেনা দেনা হবে যে ভাই শোধ।

                 ---০---