লড়ছে তরুন,জীবন মরণ উজাড় করে প্রাণ
নতুন সমাজ গড়বে এবার জ্বালবে শিখা অনির্বাণ।
ভয়ের আগল ভেংগে ওরা বুকের পাজর খুলে
যায় দাঁড়িয়ে পাহাড় হয়ে ভয় ভীতি সব ভুলে।
বুলেট,বোমা,সাউন্ড গ্রেনেড,যতই ফুটে ফুটুক
লড়বে ওরা জীবন দিয়ে যতো কিছুই ঘটুক।
মরন ভয়কে তুচ্ছ করে দাঁড়ায় বুক চিতিয়ে
যুগ জামানার বীর সেনানী দেয় জীবন বিলিয়ে।
দামাল ছেলে জাগলো এবার মরনকে জয় করে
বিজয় নিশান উড়বে এবার মুক্ত সরোবরে।
নতুন ঊষার সফেদ আলোয় জাগবে জীবন ভূমি
ইতিহাসের পাতায় পাতায় অমর হবে তুমি ।