আমাদের ছেলে মেয়ে বড় হলো আজ
রক্তের বিনিময়ে জিতে নিলো তাজ।
হাসি মূখে করে খেলা বুলেটের সনে
প্রাণ ভয় দূর করে প্রতি জনে জনে।
অধিকার আদায়ের দীপ্ত শপথে
নেমে আসে দলে দলে খুন রাংগা পথে।
রণ সাজে সেজে ওরা আসে দলে দলে
শত বাধা পাড়ি দিয়ে পাখা দেয় মেলে
বীর গাথা রচে ওরা বুক পেতে দিয়ে
যুগ যুগ রবে ওরা ইতিহাস হয়ে।
পিচ ঢালা রাজ পথে বজ্র শ্লোগানে
কেপে উঠে ধরাতল বিজয়ের ক্ষণে।
বুকে বুকে আজি এক স্বপ্ন যে ভাসে
গড়ে নেবে দেশ ওরা ফুলেল সুবাসে।