কিসের নেশায় বুঁদ হয়ে তুমি তন্দ্রায় কাটে দিন তোমার
সময় যে হলো খোলো আখি খোলো ঘুমিয়ে থেকো না আর।
দীর্ঘ রজনী পার হয়ে দেখ জাগিছে ঐ মুয়াজ্জিন
পলে পলে আজ শুধিতে হবে ঐ শত শহীদের রক্ত ঋণ।
নতুন ঊষার হেরার আলোয় জাগিছে দেখ ঐ নয়া জাহান
অবসাদ ঝেড়ে প্রলয় হুংকারে বাতিলের ভীত করো খান খান।
দিকে দিকে আজ জাগিছে পরাণ শহীদি মিছিলে জাগিছে বান
দূর হবে যত জঞ্জাল সব হবে জুলুমের অবসান।
কান পেতে শোন হাকিছে নকীব বাজিয়ে জয়ভেরী
জাগো তুমি জাগো ঘুম ঝেড়ে ফেলো আর করো না দেরি।
আমাদের সব আমাদের হবে যদি জেগে উঠো তুমি
হেরার আলোয় সাজবে আবার আমার জন্মভূমি।
----০---