ইস্যু তোলে ইস্যু ভোলে ইস্যু খেলে তারা
নিত্য নতুন ইস্যু খেলায় জাতি দিশেহারা।
ইস্যুর পরে ইস্যু দিয়ে জাল বুনে যে তারা
সেই জালেতে জাতিরে ভাই আষ্টেপৃষ্ঠে ধরা।
রাতের রানী ধরে তারা রাতের রাজা ছাড়া
সেই রাজাদের আস্ফালনে সবাই দিশেহারা।
হরেক রকম ইস্যুর মেলায় আমরা বাধনহারা
উন্নয়নের জোয়ারে ভাই সবই ছন্নছাড়া।
দেশছাড়ে কেউ তেল মারে কেউ কেউ বা খায় ধরা
জাতির বিবেক ঘুমিয়ে আজ কে দেবে রে নাড়া।
ভয় দিয়ে ভয় করবে রে জয় কোন সে পাগলপারা
আনবে দেশে সত্য সুদিন একটুখানি দাড়া।
হবেই হবে দূর হবে সব অত্যাচারীর খাড়া
ইস্যু খেলা সাঙ্গ হবে হিম্মত নিয়ে দাড়া।