একুশ
একুশ মানে আবার আমি আসবো ফিরে বারবার
একুশ মানে মুক্ত আকাশে আমি উড়বো বারংবার ।
একুশ মানে ছুটে চলা এক দুরন্ত পথিক
লক্ষ্যভেদী যাত্রা পথের চির নির্ভীক সৈনিক ।
একুশ মানে ফুল কাননে প্রজাপতি ওড়াউড়ি
সোনালী ভোরে মুক্ত বাতাসে এলোমেলো ঘোরাঘুরি ।
একুশ মানে নগ্ন পায়ে শুধু নয় প্রভাত ফেরি
দু:শাসনের ভিত কাপিয়ে বাজানো জয়ভেরি ।
একুশ মানে দ্রোহের বনে ফাগুনের হাওয়া দোলে
উষ্ণ সুখের ছোয়ায় শিশু ঘুমায় মায়ের কোলে ।
একুশ মানে মায়ের আচল সিক্ত চোখের জলে
সালাম, রফিক,বরকতেরা রক্ত দিল ঢেলে।
একুশ আমার দীপ্ত শপথ অটল অংগীকার
কে রুধিবে সাধ্য কাহার আমার অহংকার ।