বন্ধু,
তুমি আগ্নেয়গিরির অগ্নুতপাত দেখেছো ?
দেখোনি ?
মধ্য জুলাই দু,হাজার চব্বিশের
বাংলাদেশের দিকে তাকাও ।
বন্ধু,
তুমি জ্বলন্ত লাভা দেখেছো ?
দেখোনি ?
তাকাও বাংলাদেশের উত্তপ্ত রাজপথে ধাবমান তারুন্যের দিকে ।
বন্ধু
তুমি অন্ধকার আকাশে ধাবমান ধুমকেতু দেখেছো ?
দেখোনি ?
তাকাও বাংলাদেশের ক্যাম্পাসে ক্যাম্পাসে গভীর রাতে
বুলেট,সাউন্ড গ্রেনেড,টিয়ার শেলের ঝলকানির মূখে লড়াকু যৌবনের দিকে ।
বন্ধু,
তুমি ঘন কালো আকাশে মেঘের গর্জন শুনেছো ?
শোনোনি ?
কান পাতো, বাংলাদেশের রাজপথে তারুন্যের গগনবিদারী শ্লোগানে।
বন্ধু,
তুমি মরু সাইমুমের তীব্রতাদেখেছো ?
দেখোনি ?
তাকাও,অধিকার আদায়ের লড়াইয়ে  তারুন্যের পদভারে কম্পিত রাজপথের দিকে ।
বন্ধু,
তুমি বাধ ভাংগা জোয়ারের তীব্র জলোচ্ছাস দেখেছো ?
দেখোনি ?
তাকাও দাবী আদায়ের সংগ্রামে ফুসে উঠা বাংলাদেশের তারুন্যের দিকে ।
বন্ধু,
তুমি নিরাভয় মুক্ত আকাশ দেখেছো?  
দেখোনি ?
তাকাও বন্দুকের নলের মুখে সিনা টান করে দাঁড়ানো আবু সাঈদের উন্মুক্ত বুকের দিকে ।
বন্ধু
,তুমি আসো দেখে যাও
এ গাংগেয় ব দ্বীপে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জেগে উঠা এক নতুন জনপদ ।
এক নতুন দেশ ।
এক নতুন বাংলাদেশ ।