একদিন আমিও আসবো তোমার সেই ফুল বাগানে।
গোধুলীর লালিমা মাখা রুপালী চাদের জোছনা মাঝে
অধীর হয়ে অপেক্ষমান থাকবো
কখন আসবে তুমি ।
তুমি আসবে,
অবাক বিস্ময়ে দেখবো তোমায়।
নি:শব্দ মৌনতায় মোহিত হবো তোমার অবগাহনে।
মৃগনাভির কস্তুরিত সুবাসে সুবাসিত হবে তোমার আকাশ,বাতাস।
নি:সর্গের সমস্ত সুষমা নিয়ে
আপন মহিমায় উদ্ভাসিত হবে তুমি।
তোমায় দেখে তৎক্ষনাত মহাকাল হারাবে গতি।
এক সমুদ্র বিহ্বলতায় নির্বাক হবো আমি ।
ফুল হারাবে সৌরভ,পাখি ভুলবে তার গীতি ।
আর আমি, অপার বিস্ময়ে ধ্যান মগ্ন হবো।
তোমার রুপ মাধুরী জোছনা হয়ে গলে গলে পড়বে
আমার বিরহ কাতর অস্তিত্ব জুড়ে।
একদিন আমি আসবো তোমার সেই ফুল বাগানে ।
তোমার আলোকচ্ছটায় সেই ঐশ্বরিক মহাক্ষণে
এক অনন্ত অসীম মহা জীবনের যাত্রী হবো আমি।
আসবো, একদিন আমি অবশ্যই আসবো
তোমার সেই ফুল বাগানে ।