দুস্থ বলে ব্যস্ত হলে কেন তুমি সমাজপতি
তোমার মতোই মানুষ আমি একটু ভেবে দেখছো কি!
অনাহারে অর্ধাহারে কাটে জীবন দিবারাতি
তুমি ছোটো দূর আকাশে দেখবে বলে আকাশ বাতি ।।
জন্ম থেকে জঠরজ্বালা হলো আমার জীবন সাথী
দুস্থ বলে ব্যস্ত হলে কেন তুমি সমাজ পতি।
দালানকোঠা জমি বাড়ি সবই তোমার জমিদারি
আমার ঘামে আমার শ্রমে তোমার সকল বাড়াবাড়ি।।
সৃষ্টি সেরা মানুষ আমি নিখিল জাহান আমার বাড়ি।
দুস্থ বলে ব্যস্ত হলে কেন তুমি সমাজ পতি।
দুস্থ বলে ব্যস্ত হলে কেন তুমি সমাজপতি
তোমার মতোই মানুষ আমি একটু ভেবে দেখছো কি!