বর্ষা বাদল বাজাও মাদল
জাগাও ভীরু প্রাণ ।
বারিষ ধারায় সিক্ত করো
শীতল করো প্রাণ।
নীরস প্রাণে শক্তি যোগাও
বর্ষা বিধুর বানে ।
জ্বীর্ণ জ্বরা যায় ভেসে যাক
তীব্র ভাটার টানে ।
বারিষ ধারায় অলস দুপুর
কোন সে স্বপ্ন বোনে
সত্য ন্যায়ের জ্বালবে আলো
সেই সে প্রহর গোনে।
মরুর বুকের হেরার আলো
ছড়াও প্রাণে প্রাণে
দূর হয়ে যাক আধার কালো
প্রভূর রহম বানে।