এই ভূবনে সবই যদি বন্ধু তোমার হবে
পথ হারিয়ে এদিক সেদিক ঘুরছো কেন তবে ?
একটু ও কি জাগে না তোর বিবেক বন্ধু বলো
এই সাধের জনম ব্যর্থ হলে লাভ কি বন্ধু বলো ?
মন বলে ভাই আসলাম ভবে এত চিন্তা কি
খাবো দাবো ফুর্তি করবো কাহার হবে কি।
আর কি তুমি আসবে ভবে ভেবে তুমি দেখো
একবার যদি যাওগো চলে আরতো ফিরবে নাকো।
চাদের আলোয় প্রিয়তমার হাতে রেখে হাত
কাটবে সূখের লগ্ন আমার রাতের পরে রাত।
কত কাল আর থাকবে বন্ধু চাদের আলোর হাসি
জীবন যৌবন সবই যে তোর একদিন হবে বাসি।
যৌবন আমার থাকবে যখন ভাসবো তখন সূখে
তাহার পরে হবে যা হোক যায় কি আসে তাতে।
একটু খানি সূখের ছোয়ায় গেছো তুমি ভুলে
কিসের মোহে আটকে আছো মিছে মায়ার জালে।
জীবনের জয়গান গাইবো আমি সূখে
কেন তুমি চোখ রাঙ্গাও আমার হাসি মূখে।
ভুলে ভরা জীবন নিয়ে বড়াই যারা করে
বোকার স্বর্গে বসবাস কেমন করে করে।
এই জীবনতো একটা না রে আর একটা তো আছে,
সুখেরও ঠিকানা পাবে সেই জীবনের কাছে।।
বল তো বলো বন্ধু সরাসরি বলো
অনন্ত আসীম সুখের ঠিকানাটা বলো।।
চল তো চলো বন্ধু সবাই মিলে চলো
কোরান হাদিস পড়ে বন্ধু জীবনটা যে গড়ো।।
কোরান পড় হাদিস পড় ও যুবক ভাই
জেনে বুঝে আমল করে এসো জীবনটা সাজাই।।
এই জীবনের সফলতায় এমন জীবন পাবে
ইহকাল আর পরকালে সুখেই তুমি রবে।
--------০--------