বলার সময় সবাই বলে
সব কিছুকে পায়ে দলে
চলবো আমরা সবাই ।
যতই আসুক বাধার পাহাড়
সামনে দাঁড়ায় সাধ্য কাহার
আমরা কি আর ডরাই ?
তবু যদি আসে কেহ
দেখায় তাহার সবল দেহ
বাধবে তখন লড়াই ।
বীরের বেশে সামনে যাবো
পথের মাঝে যাকেই পাবো
করবো না ভয় থোড়াই !
এই না শুনে সাহস নিয়ে
নেতারা সব যায় এগিয়ে
ঢাল তলোয়ার ছাড়াই ।
জোর কদমে চলছে নেতা
হবেই হবে এবার জেতা
দেখবে এবার সবাই ।
দিনের শেষে ক্লান্ত বেশে
শ্রান্ত নেতা একটু কেশে
পেছন ফিরে দেখে ।
বীর জনতা শুয়ে বসে
আপন মনে হেসে হেসে
অ আ ক খ শেখে ।
এই না দেখে মুচকি হেসে
বর্গী এসে ধরলো শেষে
আতর লোবান মেখে ।