কানাকানি,ফিসফিসানি
শুনলো বুঝি কেউ কি জানি !
ইতিউতি চোখ তাকানি,
কানের কাছে মূখটি আনি ।
বললো গ্যাদা, শোনরে গাধা
সময় খারাপ কি হয় জানি !
দেখবি চোখে,শুনবি কানে,
বলবি কথা মনে মনে
থাকবি তবে নিরাপদে,
এই কথাটি নে তুই জেনে ।
এই না শুনে বদ্দা বলে
মনের কোণে শংকা খেলে
কখন কি হয় একটু ভুলে ।
তাইতো থাকি চুপটি করে
যতই যা হোক আগে পরে ।
মারছে মানুষ পাখির মত
বিনা দোষে কতো শত
হোক না মনে যত ক্ষত
থাকবি করে মাথা নত ।
চুপটি করে নাক জাগিয়ে
চলবি পথে আলতো পায়ে
দেখবি যদি পুলিশ পথে
অমনি ভো দৌড় জোর কদমে ।
বে খেয়ালে চলিস যদি
হঠাৎ করেই খাবি গুলি ।
বেঘোরে প্রাণ যাবে চলে
মরবি তবে দলে দলে ।
এই না বয়ান শুনে হয়রান
গ্যাদা বলে আরে ভাইজান
এমনি করে মারলে মানুষ
থাকে কি আর কারো কি হুশ ।
কেমনে করে দু-হাত তুলে
দাঁড়ায় ওরা বুকটি খুলে ।
সেই বুকেতে মারলে গুলি
কেমনে করে সেইটা ভুলি ।
বেচাইন হয়ে বদ্দা বলে
শোন রে ওরে বোকা ছেলে
এদেশ এখন গিলছে রাবন
আমরা এখন পতিত পাবন
চোখের দেখা বলতে বারন,
বললে হবে দোষের কারণ
সেই দোষেতে হবে মরন ।
চুপ করে থাক মূখটি চেপে
যতই উঠুক বুকটি কেপে ।
আশায় আশায় বুক বেধে থাক
জাগবে তরুন ঐ দামাল ঝাক।
দেখবি সেদিন আসবে সুদিন
আমরা হবো আবার স্বাধীন ।