হিমালয়ের ঐ শুভ্রতা আর শুদ্ধতায়
মিশে আছো তুমি এক গভীর মমতায়।
সাগর নদীর মিলন মেলায় মগ্ন সুখের ছোয়ায়
ভাসছো তুমি আমায় নিয়ে মন পবনের নায়।
দিগন্তের ঐ মিলন রেখায় তোমার আমার ছায়া
দেয় ছড়িয়ে সবার মাঝে ভূবন মোহন মায়া।
জল জোছনার রুপ সাগরে তোমার মাঝে আমি
নিঝুম সূখের উষ্ণ ছোয়ায় আমার মাঝে তুমি।