মানুষ তুমি কান পেতে শোন
হৃদপিন্ডের একেবারে মধ্যখান থেকে
বিরামহীন ধ্বনিত হচ্ছে একটি শব্দ।
শুনতে পাচ্ছো কি ?
তুমি আবার কান পেতে শোন ।
বুকের ভিতরে এক অস্ফুট আওয়াজ শুনতে পাচ্ছো কি ?
বুকের ভিতরে আবদ্ধ বিবেকের দরজাটা খোল ।
মন জমিনের জায়নামাজে বসে
তুমি একাগ্রচিত্তে ধ্যান মগ্ন হও ।
কোন বসনে আবৃত তুমি ?
কোন ধ্বনিতে রনিত হচ্ছে তোমার হৃদয় ?
তুমি কান পেতে শোন ।
শুনতে পাচ্ছো কি সেই ধ্বনি ?
অন্তরের গহীন থেকে তুলে আনো
তোমার হারিয়ে যাওয়া তুমি টাকে ।
তোমাকে প্রতিস্থাপিত করো মহাকালের সঠিক যাত্রাপথে ।
ধাবিত হও সেই ধ্বনির উৎসের দিকে
মানুষ তুমি আবার ধ্যানমগ্ন হও।
কান পেতে শোন সেই ধ্বনি
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ।
লা ইলাহা ইল্লাল্লাহ ।