একদা আমাদের একটি জমিন ছিলো।                                                                            প্রাণ প্রাচুর্যে ভরা স্বপ্ন সুখের এক উর্বর জমিন ।      
শরতের স্বচ্ছ আকাশের অবারিত নীলে
ভেসে বেড়াতো সাদা মেঘের ভেলা।
হেমন্তের হিমেল হাওয়ায় প্রজাপতিরা উড়ে বেড়াতো নির্ভয়ে।
একদা আমাদের এমনই একটা জমিন ছিল।
শীতের হিম সকালে শুভ্র কুয়াশার আবরনে
নকশী কাথার মিষ্টি উম ছিলো ।
বসন্তের বাহারি বর্ণিল সাজে অপরুপ এক নিসর্গ ছিলো ।
গ্রীস্মের খরতাপে তপ্ত দুপুরে বৃক্ষ ছায়ায় শ্রান্তিদায়ক  বাতাস ছিলো ।
ঝুম বর্ষায় যৌবন জোয়ারে টলমল করতো নদী,নালা,খাল,বিল ।
আমাদের এমনই একটা জমিন ছিল ।
এ জমিনে
ভীরু পল্লীবালার লাজুক মুখের মুচকি হাসি ছিল ।
ছলাত ছলাত জলতরংগে হৃদমাঝারে ভালোবাসার কম্পন ছিল ।
সবুজ গায়ের সবল বুকে বিশ্ব জয়ের স্বপ্ন ছিলো ।
একদা আমাদের এমনই একটা জমিন ছিল ।
সভ্যতার লোভাতুর থাবায়  এ জমিন আজ ক্ষতবিক্ষত ।
ইট পাথরের নি:শ্বাসে আহত নিসর্গের দীর্ঘশ্বাস আজ চারিদিক ।
আহত আক্ষেপে আজ বার বার শুধু মনে হয়
একদা আমাদের একটি জমিন ছিল ।
মায়া মমতা ভালোবাসায় ভরা সহজ সরল মানুষ ছিল ।
মাটি ও মানুষের নিবিড় বন্ধনে মায়াময়  একটা ভূবন ছিল ।
একদা আমাদের এমনই একটা জমিন ছিল ।