আবু সাঈদ আমি দু:খিত
আবু সাঈদ আমি সত্যিই দু:খিত ।
তোমাকে হত্যার যত আয়োজন
আমিও তাদের মধ্যে একজন ।
আবু সাঈদ আমি দু:খিত।
যে বুলেট তোমার বক্ষ বিদীর্ণ করেছে
যে বন্দুক দিয়ে তোমায় গুলি করেছে
সে বুলেটটি সে বন্দুকটি আমার টাকায় কেনা।
যে পোশাকটি পরে ও বন্দুকটি হাতে নিয়েছে
আবু সাঈদ সে পোশাকটিও আমার টাকায় কেনা ।
আমি দু:খিত আবু সাঈদ
আমায় ক্ষমা করো।
আমার নীরবতা ওদের শক্তি যুগিয়েছে।
আমার ভয় বিহ্বলতা ওদের সাহস বাড়িয়েছে ।
ওরা হয়ে উঠেছে বর্বর হিংস্র খুনি।
আর আমি শুধু চেয়ে চেয়ে দেখেছি।
আবু সাঈদ আমার এই কাপুরুষতা কে
তুমি ক্ষমা করো ।
ওপারে বসে আমার জন্য দোয়া করো।
দোয়া করো
তোমার রক্ত মুল্য পরিশোধে আমি যেন সাহসী হয়ে উঠি ।
তোমার পেতে দেয়া বুকে যেন গড়তে পারি
বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ ।