বন্ধু, আবার দেখা হবে আগামী তারিখে
মহামান্যের দরবারে হাজির,উপস্থিত,আছি ধ্বনিতে কম্পমান হবে যে দরবার,
সে দরবারে
জানি,একটি ফুলও ছুড়োনি তুমি
তারপরেও কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে বলতে হবে
" আমি নির্দোষ " ।
বন্ধু, আবার দেখা হবে সেই দরবারে ।
ততদিন, ভালো থেকো,নিরাপদে থেকো ।
হায়েনার কামড় , পিশাচের দুষিত নিশ্বাস, ডাইনির দন্ত নখর থেকে
সাবধানে থেকো ।
কারণ, তোমাকে যে আবার আসতে হবে এই দরবারে ।
জানি তোমার খুব কষ্ট হবে।
তোমার ভাইকে কামড়ানো রক্তাক্ত দন্ত নখর থেকে রক্ত চুইয়ে পড়তে দেখে ।
তোমার খুব কষ্ট হবে
পিশাচের অট্টহাসিতে নিরপরাধ,নিরীহ  মানুষ গুলোর অসহায়তা দেখে ।
জানি তোমার খুব কষ্ট হবে
জালিমের নির্দয় অত্যাচারে মানবতা ভুলুন্ঠিত হতে দেখে ।
তারপরেও তুমি শান্ত থেকো বন্ধু,
নিরাপদে থেকো ।
কারণ তোমাকে যে আবার আসতেই হবে এই দরবারে ।
জানি তোমার খুব কষ্ট হবে
নাগিনীর বিষাক্ত নি:শ্বাসে নিষিক্ত হবে আকাশ বাতাস
বাতাসটা ক্রমশ: ভারী হয়ে আসবে
নি:শ্বাস নিতে কষ্ট হবে তোমার।
তারপরেও তুমি জীবিত থেকো, নিরাপদে থেকো ।
কারণ তোমাকে যে আবার আসতেই হবে এই দরবারে ।
বন্ধু আবার দেখা হবে,আগামী তারিখে ।