কী ভয়ঙ্কর কী হিংস্র কী নির্মম খুন!
প্রকাশ্য জনসমক্ষে এটাও সম্ভব?
কেঁপে ওঠে গোটা দেশ বিস্মিত সুজন!
দাঁড়িয়ে এমন দেখা দুর্বত্ত তান্ডব।
বরগুনা রাজপথে রিফাত নিষ্প্রাণ;
চক্রাকারে অস্ত্রাঘাত দর্শক নীরব,
আহা! কী অসহায়ত্ব যুবক জীবন;
রমনী নিয়ে জিঘাংসা নাহি সহে রব।
শঙ্কিত আমজনতা এ কোন্ সমাজ?
প্রতিবাদী আচরণ ক্রমে ম্রিয়মানে;
কোথা সেই শক্তি হোথা সন্ত্রাসীর রাজ?
কঠিন বিচার সাজে উপমা স্থাপনে।
আত্ম স্বার্থ চরিতার্থে আরণ্যক কাজ;
নগণ্যের দেশ নহে জাগো বলীয়ানে।
-----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০২ জুলাই, ২০১৯