'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগানে স্লোগানে
মুখরিত রাজপথ~ কাঁপে পদভারে,
ভাই-বোন কবরে খুনি কেন বাহিরে?
নাড়া দেয় সকল মনে সকল প্রাণে।
নিরাপদ সড়ক দাবি জাগে সজোরে;
ট্রাফিক কাজে শিশু-কিশোর সবখানে,
সাফল্যে বিস্ময় ~ বিধিভঙ্গে নাহি ছাড়ে;
পুলিশে সোপর্দ চালক~ সনদ বিনে।
হতবাক জাতি!বিবেকের চক্ষু খোলে;
হৃদ্য সমাধানে মানবতার জননী
দায়িত্বশীল আচারে নির্দেশ সকলে,
শিক্ষালয় ফিরো হে আগামীর অগ্রণী।
সহপাঠী হারা ব্যাথিত হৃদে আরতি;
কলঙ্কে স্পর্শ নাহি করে নব সারথি।
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৪ আগস্ট,২০১৮