—ভগ্ন আত্মা —
     (সনেট)

বেলা শেষের আগেই নিভে রবি আলো কোন্ ক্ষণে!
যেন অলক্ষ্যে সবার। রিমঝিম বৃষ্টিতে ধূসর ;
অঝোর ধারায় ধ্বনি; বর্ষা রাণীর করুণ সুর,
কদম ফুটেছে বাগে সুবাসে দখিনা সমীরণে।
রঙিন স্বপন ঘোর ব্যথাতুরে ক্রন্দন নির্ঝর,
জীবন বসন্ত বনে বিষে ছায় করুণ নিক্কণে;
কুহক বাঁশরি সুরে তুষানলে জ্বলছে শরীর,
বিষন্ন ধরণী মাঝে ছন্দোহীন বীণা বাজে প্রাণে।

অতীতের যত সুখ বিসর্জিয়া যায় বহুদূরে—
তরঙ্গে দোলায় তরী ছুটে যেন কান্ডারি বিহীন,
শূন্য আকাশ অবনী জীবন থাকে গাঢ় আঁধারে ;
জোয়ার জলে ডাকে সর্বগ্রাসী কুল-ছাপা বান।
সপ্ত দিবস যামিনী অবিরাম কাটে অশ্রু নীরে;
নীপবনে ভগ্ন আত্মা নিরাশায় তিমির গুন্ঠনে।

    রচনাঃ ১২ জুলাই ২০২৩