হে 'ভিন্ন শিপন' তব ভিন্ন রূপ দান!
স্টেশনে তৃষা মেটাও দেখেছি বিস্ময়ে,
বিনামূল্যে দিলে জল বাঁচে যাত্রী প্রাণ;
ইফতারে ট্রেন যাত্রী সারে তোমা পয়ে।
মধ্যাহ্নে তীব্র গরম স্বস্তি ভরে খান;
তৃষিত শীতল জল খুশি মনে লয়ে,
নিত্য হকার যুবক তাতে সুখ পান;
এমন উপমা আজি মেলে কোন্ কায়ে?
সততা বিপণি খুলে দুর্ণীতি বিনাশে
পণ্য লয়ে রাখে অর্থ দোকানি বিহনে,
দৃষ্টান্ত মেলে তারই হকারি দোকানে
সমাজ চেখে অঙ্গুলি~বদলের আশে।
আপনারে তুচ্ছ করে পরার্থ চিন্তনে;
কবে হবে সেই জন মম এই দেশে।
----অধ্যক্ষ দেলওয়ার হেসেন
রচনাঃ১৫ জুলাই,২০১৯