ভেজা এলোকেশী
(গীতি কবিতা)
অজানা অচেনা লাগে ললনা
হে সিক্ত বিনোদিনী,
বৃষ্টি ভেজা বসনে অঙ্গ হেরি হে রূপিণী।
অজানা অচেনা লাগে ললনা
হে সিক্ত বিনোদিনী।।
নয়ন ভরে দেখেছিনু পুকুর জলের ঘাটে
রাখালিয়া বাঁশির সুর বেজে ওঠে নাটে
বর্ষা দেবী রিমঝিমিয়ে পড়ে পল্লি বাটে
ঘুঘু পাখি তুলছে ধ্বনি আন্ধারমানিক তটে।
ভেজা এলোকেশী —
হৃদয় তরে গেঁথেছি তোমারে হে সুনয়নী।।
অপরূপ সুধা আমি করেছি আকণ্ঠ পান
ক্ষণিকে দেখা ললিত ছবি জুড়ায় দু' নয়ন
হৃদয় কোটরে চায় বাঁধনে রাখতে চিরক্ষণ।
এ কী মায়ায়—
পাগল পরা মুগ্ধ হলাম হে সিক্ত রমনী।।
কখনো এমন মোহিনী মূর্তি আসেনি আঁখি দ্বারে ;
জোয়ার যৌবনা ললনা তোমায় ভুলি কী করে!
তোমারি সমীপে সঁপেছি তনুমন যেও নাকো ছেড়ে।
মোরে করে পর —
হৃদয় তারে বাজছে বীণা হে সুহাসিনী।।
রচনাঃ১২ জুলাই, ২০২৪।