ভাষা শহিদ
চেতনার বহ্নি শিখা জ্বলে সারাদেশে
দলিত নিষিদ্ধ ধারা জন পদভারে,
সহস্র শাণিত হাত ভাষা রক্ষা তরে
অপমান সহে নারে;নিজপ্রাণ নাশে।
শোষক বুলেট ভয় নাহি করে বীরে
ভাষা যোদ্ধা রণাঙ্গনে রক্ত স্রোতে ভাসে,
বাঙালির মাতৃভাষা নিতে নারে কেড়ে
কম্পমান সিংহাসন পিছু হটে শেষে।
এমন উপমা রচা কোথা আছে আর?
মাতৃভাষা লাগি কভু বিলায় জীবন!
মৃত্যুহীন কীর্তি গড়ে বাঙালি সন্তান;
নিরন্তর ঋণ দেয়া সাধ্য আছে কার?
রক্তাক্ত শহিদ দিন স্মৃতিতে অম্লান;
ভাষাযোদ্ধা স্মরণীয় দেশ-দেশান্তর।
—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ০১ ফেব্রুয়ারি,২০২২