ভন্ড
(সনেট)

দেশে দেশে প্রবঞ্চক গুরু নামে ভন্ড;
পুঁজি লয়ে ভক্তকুলে সরল বিশ্বাস,
ধর্মগুরু সিদ্ধহস্ত ভন্ডামি প্রচন্ড;
রাজকীয় আয়েশে পুণ্যার্থী সর্বনাশ!
আধ্যাত্মিক শক্তি দাবী প্রতাপে দোর্দন্ড;
মাদকে-নারীতে মত্ত গুরু অহর্নিশ,
ঐশ্বরিক গুণ ছলে ভীষণ পাষন্ড;
ঝুঁকিতা ছলা-কলায় কারো প্রাণনাশ।

স্ব-চর্মে গুরু পাদুকা--নাহি ভরে চিত্ত;
চরণে ঠাঁই পাওয়া ধন্য এ জীবন!
ঋদ্ধি লভে যৌন কাজে অবাধ মিলন,
সিদ্ধি আশে মূর্খগণে  ঢালে অর্থ-বিত্ত।
ধোঁকাবাজি কারখানা অবসানে অসু;
ভোগোন্মত্ত গুরু দেহ কোরবানি পশু।

      রচনাঃ ২৮ সেপ্টেম্বর ২০২৩(সংশোধিত)