ভাগাড় নিয়ে কাড়াকাড়ি
কিছু হিংস্র পামরের দল
নিত্য ষড়যন্ত্রের জাল বুনে
নিজেদের স্বার্থ সিদ্ধি তরে
কান ভারি করে উচ্ছিষ্ট যা পায়
তাতে অমৃত স্বাদ খোঁজে!
ভাগাড় থেকেও যদি কিছু মেলে
তা' নিয়েও কাড়াকাড়ি চলে।
কেউ বা স্বপন ঘোরে দেখে
এই তো জাতে ওঠেছি বুঝি!
চাটুকারিতায় গদ-গদ হয়ে
রাজন বলেন, তাই ঠিক তাই ঠিক।
কোনো সৌরভ ভিড়তে না পারে চারিধার
সুভাসিত বস্তুর গন্ধ জানা নেই বলে —
সত্য-মিথ্যা যাচাইয়ের সুযোগ কোথা তার?
এক চাটুকার দেয়ালে আবদ্ধ সতত।
পুষ্পশর ভেবে উপায় না পায়
কীভাবে পৌঁছুবে সেথায়!
এ যেন জলে কুমির ডাঙ্গায় বাঘ।
রচনা:১৩ ডিসেম্বর, ২০২৩