—ভাবি নিশিদিনে—
  (গীতি কবিতা)

কভু আমায় ছেড়ে গেলে
মোর ছবি কি ভাসবে নয়ন কোণে
মধু বসন্তের কোনো ক্ষণে
ভাবি মনে নিশিদিনে।।

কোন কথা বলবে কানে
নীল গগনের তারার সনে
তাই আমি কি নিতে পারবো জেনে
ভাবি মনে নিশিদিনে।।

ভূমে এসে দীপ্তি জ্বেলে
আঁধার কেটে ভরিয়ে দেবে
দুখ রজনী আর কভু পোহাবে
জীবন খাতার প্রতি পাতায়
লিখবে কি নাম আর মম জীবনে
ভাবি মনে নিশিদিনে।।

  রচনাঃ০৯/০৪/২০২১