উৎসবে পরিচয়
(আয়না সনেট)
বিনোদনে ক্ষণকাল যাপন নিবিড়ে
ছন্দো-তানে বিমোহিত নিমগ্ন লহরে,
বয়সে নেই বালাই একসূত্রে গাঁথে
হরষে আসরে বসা গুণীজন সাথে।
প্রতিষ্ঠার উৎসবে নব পরিচয় ;
প্রীতির মেলায় হয় জানা অজানায়
দিনমান কর্মব্যস্ত ভুলায় ক্ষণিক,
মন-প্রাণ শিশুতোষ পদবি গৌণিক।
ললিত যামিনী কাটে ছোট বড় মিলে
অতীত জীবন পাই ক্ষণে কোলাহলে,
আপন ভুবন সৃষ্টে আনন্দ আশ্রম
নিমজ্জন কিছুক্ষণ হেথা ধরাধাম।
নতুন দিগন্ত রচে প্রেসের সুজনে ;
মনন উল্লাসে জাগে জনম লগনে।
রচনা: ০১জানুয়ারি,২০২৫।
(কলাপাড়া প্রেসক্লাব-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে।)