ঊষা আনে দিনের বার্তা
( সনেট)
নিয়ত মোরগ ডাকে প্রত্যুষের ক্ষণে;
সুদূরে আযান ধ্বনি ভাসে সুমধুরে
গভীর নিদ্রিত জন জাগানোর তরে,
যায়যায় শুভক্ষণ পাবে না জীবনে।
আহা! নির্মল সমীর, বয় ঝিরঝিরে
তনুমনে হিতকর জ্ঞাত জ্ঞানী জনে,
অলস আচ্ছন্ন নিদে কিছু জোটে নারে!
অধরা সাফল্য সিড়ি—ভাগ্য বিড়ম্বনে।
ঊষার আকাশ দেয় দিনের আভাস,
তেমতি কারো জীবন কাটবে কেমন!
কুঁড়ি জ্ঞাতে বৃক্ষ নাম—কী দিতে উত্থান!
আগামী স্বপন রচে প্রতিটি প্রত্যুষ।
যথার্থ সময়ে কর্ম—চেষ্টা প্রাণপণ,
ঊষার স্নিগ্ধ পরশ রচে ভাবি আশ।
রচনাঃ ১২ অক্টোবর, ২০২৪।