তুমিই বীর
বিদায় লগনে কাঁদে কৃতঘ্নে
অভিশাপ তুমি দিও না,
সহাস্যে বরিলে যাতনা
লুকায়ে সব বেদনা।।
মানব সেবিতে মগন
বীর বেশে নিশিদিন,
আপনারে তুচ্ছ করে
সব দিলে জাতির তরে,
অবুজ দু'টি শিশুরে —
পিতৃ মায়া দিলে না।।
সুদূর পথের পথিক হায়!
কী ব্যথায় জ্বলে হৃদয়,
জল ছলছল নয়নে
লুকালে শত অভিমানে,
আপন দীপ নিভিয়ে
শত দীপ জ্বালিয়ে
ব্যথার দরদী তুমি,
তব ব্যথা কেউ বোঝে না।।
পীড়িত তরে প্রাণপণ লড়ে
কত রে বাঁচালে
সংসার স্বজন ভুলে
জীবন ঝুঁকিতে আপনারে ঠেলে,
তবু কেউ তোমারে চিনিলো না।।
লজ্জিত প্রতি ক্ষণে এ কৃতঘ্ন মনে
শ্রদ্ধাঞ্জলি তব তরে
থেকো তুমি স্বর্গ নীড়ে,
হায়! এ যুগে মঈনেরা—
জন্মে না বারে বারে,
বিশ্ব মহামারি রণাঙ্গনে—
তুমিই যোদ্ধা বীর সেনা।।
রচনাঃ১৭/০৪/২০২০
(ডাঃমঈন -এর স্মরণে)