তুমি এলে
(গীতি কবিতা)

স্বপনচারিণী এ পথে এসেছো মম ঘুমঘোরে।
মনের ভুলে তুমি এলে আমারই নিভৃত দ্বারে।।

অপরূপা মূর্তি খানি ভুষণ বিহনে;
শিঞ্জিণী ধ্বনি নাহি শুনি তব চরণে,
সরল মনে এসো হেরি তৃষিত নয়নে।
তোমা বিনে পুষ্প ঝরে  লও  আজি প্রাণ ভরে,
সাজাও কবরী মন মাধুরী দিয়ে এই নীড়ে।।

মম আঙিনায় নাহি আয়োজন;
আজি ম্লান সব ঝরে বরষণ,
তবুও এসো হৃদয়ে রাঙাতে  মম প্রাণ।
সুর বাজে নাকো বীণার তারে;
তবুও হৃদয় ভরে আজি সুরে সুরে,
উথলে ওঠেছে মন তব পানে পাগলা সমীরে।।

     রচনাঃ১৪/১১/২০১৯
     (নৌযানে ঢাকার পানে।)