রূপের ভুবনে হেরি কী মনোহরিতা!
সাহিত্য পাতায় তারে বিচিত্র লিখন;
ভূমধ্যসাগর শোভা সর্বজন জ্ঞাতা,
আজি সে কী ভয়ঙ্করী বিপন্ন জীবন।
সলিল সমাধি রচে হে ভাগ্য বিধাতা!
স্বর্ণমৃগ আশে পাড়ি গ্রাসে তার প্রাণ,
কোথা সে সৌন্দর্য তোমা বুভুক্ষার ভ্রাতা?
কলঙ্ক তিলক চিহ্ন করেছো ধারণ।
অনাহারে প্রবাসীরা ধুঁকে ধুঁকে মরে;
দালাল দৌরাত্মে পড়ে সমাধি সলিলে
পাশ্চাত্যের স্বর্ণমৃগ অধরার জালে,
স্বজন ক্রন্দন ধ্বনি বায়ু ভারী করে।
দিশেহারা মাতৃ-পিতৃ অগ্নিকুন্ডে জ্বলে;
ধিক্ মনুষ্য বেপারী বর্বর আচারে।
----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ২৩/০৫/২০১৯