রহে বেদন রহে মরণ বিচ্ছেদ বাঁশি বাজে।
তবুও শম তবুও সুখ এই বসুধা মাঝে।।
তবু অনন্ত জাগে-
আসে বসন্ত বিচিত্র রাগে,
নিত্য প্রাণ হাসে প্রাতে সাঁঝে।।
গ্রীষ্ম বর্ষা নিয়ত আসে-
চাঁদ সুরুজ তারা হাসে
ব্যস্ত সবে ছুটেচলে নিজ কাজে।।
পুষ্প শুকিয়ে যায় পুষ্প ফোটে
উরমি ভেঙ্গে পড়ে উরমি উঠে
কোথা হ্রাস কোথা শেষ
নাহি কোনো নিঃস্বলেশ
সেই নিমিত্তে নেশাঘোরে শান্তি খোঁজে।
১৬/৯/২০১৯, ঢাকা।