—তবু যেতে হয়—
শেকড় টানে ছুটছে যেন পড়ি-মরি,
করোনা শঙ্কা নেই যেতে হবে ফিরে—
কঠোর লক ডাউন যত বাড়াবাড়ি,
পদ পিষ্টে প্রাণ যায় ফেরি পারাপারে।
কে রাখে কার খবর ফেরা তাড়াতাড়ি,
দেখার সময় নেই কে বাঁচে কে মরে!
ইদ বলে কথা তাই কোথা মহামারি?
পশুসম যানে চড়ে যাক্ প্রাণ ভিড়ে।
শঙ্কায় কাঁপে করোনা এই দৃশ্য দেখে—
পালাতে উপায় খোঁজে যাবো কোথা ভাই!
এখানে বেজায় কষ্ট অন্যখানে যাই,
বাঙালি ভীষণ শক্ত কিছু নাহি শেখে।
চারি ধারে মহামারি প্রাণে মায়া নাই;
নাড়ি টানে বাড়ি ফেরে প্রাণ বাজি রেখে।
রচনাঃ১৩/০৪/২০২১