---তরণ যেথা-----
সুখে-দুঃখে জীবন মম যেথা তরণ;
আকুল অাগ্রহ নাহি হ্রাসে কোন ক্ষণে,
তৃণলতা কাদামাটি সবই আপন
হৃদয়ের আকর্ষণে হেথা পিছু টানে।
সুখময় ক্ষণে আবৃত মায়া বন্ধন;
টলমল করে ওঠে বিপন্নে দুর্দিনে,
জীবন অস্তিত্বে সেথা করে জাগরণ
আত্মোৎসর্গ তৃপ্তিতে প্রাণ বলিদানে।
শিকড় ফল্গুধারা বয়ে চলে অন্তরে
নিত্য প্রবহমানে শুকিয়ে নাহি যায়,
বিশ্ব মা অাঁচল পাতে দেশ মাতৃ পরে;
স্বীয় পুণ্যপ্রীতি জড়ায় বিশ্ব মায়ায়।
যে বায়ু-জল উত্থানে লহি মনভরে;
স্বর্গ থেকেও বড় মম কী করে হয়?
---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ ৫ আগস্ট,২০১৮