তার দুয়ারে
(গীতি কবিতা)
যেতে দূর গহন আলয়
ডাকে আমায় শুধাই কারে–ও বন্ধু রে!
কেন যে বিজন যামে নাহি থামে
মন যে আমার রয় না ঘরে।।
তারই বাঁশির সুরে
হৃদয় তারে ঝর ওঠে রে–
সুর নয় যাদু ধ্বনি, শুনালে এ কোন বাণী
সহেনা আর যাতনা এই বাজনা
হিয়া মম যায় রে ছিঁড়ে।।
ভুবনময় ইন্দু কিরণ
পথ মম ভারি বিজন
শঙ্কা জাগে বৃক্ষ ছায়ায় পথের ধারে।
শুধু তার ছায়া পেলে শঙ্কা ভুলে
পৌঁছবো আমি সেই নীড়ে।।
আলোকে শশী-তারা
নিমিষে গগন ছাড়া
সব উবে বিহগ রবে ভুবন ভরে।
প্রভাতের আভাস মেলে ঊষাকালে পৌঁছাতে নারি তার দুয়ারে।।
রচনাঃ০২/০৩/২০২০