তালগাছের খোঁজে
চারিদিকে কালো মেঘের ছুটাছুটি
এখনই আকাশ চিরে পড়বে বুঝি বাজ!
একটু ঠাঁইয়ের অন্বেষণে শ্বাস রুদ্ধ প্রায়
কোথায় গিয়ে মিছে আত্ম তৃপ্তির আশে দাঁড়াই।
ভাবায় ভীরু ভীরু মন
একটা তাল গাছের ভীষণ প্রয়োজন!
অন্তত একটু নিরাপদ আশ্রয় পাওয়া যেত
না কোথাও চিহ্ন নেই,
আঁকাবাঁকা মেঠো পথের পথচারী কত অসহায়!
এদিকে গুরু গুরু রবে মেঘের গর্জন
কালো মেঘের বুক চিরে আলোর ঝলকানি
ভাবায়, এই বুঝি মাথায় পড়লো বাজ!
গায়ে চিমটি কেটে দেখি, না এখনো বেঁচে আছি!
এভাবে কতক্ষণ চলা, বর্ষা এলো বুঝি?
হাতে একটা ছাতা থাকলে এসময়ে
হয়তো কাজে আসতো এলোমেলো মনে ভাবি
বাজ পড়ে মৃত্যু হলেও
অন্তত দেহটা বর্ষায় ভিজতো না।
রচনাঃ ২২ জুন,২০২৪