তাহারই আগমনে
---------------------------
শৈত্য আভরণ খসে দেয় খরতাপ
পিকসখা বারতা প্রকৃতিপুঞ্জ কানে;
বৃক্ষ শাখে দোলা লাগে দখিনা পবনে,
মুক্ত কুহেলি বিবর্ণ ধূসরতা,শাপ।
পান্ডুর ম্লান পল্লব ঝরে সমীরণে
ঘুম ভাঙ্গে প্রকৃতির;সাজে অপরূপ
সবুজ পত্র কোলে কোরকের উত্থানে,
গুচ্ছ গুচ্ছ পুষ্পে সৌরভে উড়ে মধুপ।

কূজনে-গুঞ্জরনে আহা কি!ঐকতান
হরিৎ খোঁপায় পরেছে আম্র মঞ্জরি;
পলাশের রক্তরাগে জুড়ায় নয়ন,
বিচিত্র মায়াময়ী বসুমতি সুন্দরী।
ফাগুন জাদু পরশ - হরষ স্পন্দন;
মদির গন্ধে আমোদিত স্বপনপুরী।

  -----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
          রচনাঃ১৩/০২/২০১৮