সূর্যমুখী
গগনচুম্বী সবুজ বিটপী দেয়াল
তারই তলে বিশাল নন্দন কানন;
হরিতের শিরে লাল হলুদের প্রলেপ
যেন শিল্পীর তুলির আঁচড়ে আঁকা বাগান।
কৃষি প্রিয় এক শিক্ষক কারিগর
তাঁর সৃষ্টির অপার রূপ করেন অবলোকন,
নিছক সৌন্দর্য সৃষ্টি লক্ষ্য নয়
তবুও তার সার্থক দু'নয়ন।
ভেজালের ভিড়ে হারিয়েছে মূল
খাটি ভোজ্য তেলের রয় প্রয়োজন,
বদলে যাচ্ছে ধ্যান-ধারনা সবার
তাই এখন মাঠে মাঠে এমন।
নয়ন জুড়ানো দেখা ছবি
কৃষক কুলের মহৎ সাধন।
রচনাঃ ০৮/০৪/২০২৩