সূর্যগ্রহণ
(সনেট)

মনে বড় খুশি জাগে শেকড়ের টানে
বাড়ি ফিরে মুসলিম ঈদুল ফিতরে,
পথে পথে বেশ কষ্ট ভিড় সব যানে
ট্রেন লঞ্চ বাস ছাদে ঝুলছে বাদুরে!

পড়ি-মরি যাতায়াত দিতে তাই পাড়ি!
ফিরে নাকো এ সময় কোন্ ভাগ্যহীন!
শেকড় দিয়েছে টান যেতে হবে বাড়ি,
খুশিতে স্বজন সাথে কাটাতে এদিন।

সূর্যের গ্রহণ লাগে ভাব থমথমে!
সব উপক্ষিয়া চলা আপনার পথে ,
যতই ক্লেশিত হোক যাত্রী জমজমে
মুখোমুখি যান নাশে প্রাণ সাথে সাথে।

গ্রহণ বিভীষিকায় রুদ্ধ  কারো পথ!
অশ্রু বারি ঝরে তার পোড়ে মনোরথ।

   রচনাঃ ২৯ মার্চ, ২০২৫।