সুপ্রভাত
(বন্ধুবর অধ্যাপক সুভাষ চন্দ্র দাস সৌজন্যে।)

নিঃস্বার্থ ভালোবাসা জানায় অভিরাম
সামাজিক যোগাযোগ মাধ্যম,
নিত্য নতুন বিচিত্র পুষ্পে প্রত্যুষে
সকলের তরে  শুভ আশে।
তিন 'শ পয়ষট্টি দিন
ভিন্ন ভিন্ন পুষ্পের আবাহন,
ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিশ্বপ্রাণ
প্রত্যাশা রঙিন পুষ্পিত জীবন।
মানব প্রেমে স্বার্থহীন ব্যগ্র এক হৃদয়
ক্ষণিকের অতিথি হয়ে দোলায়,
আপন পর নাহি ভেদাভেদে—
হৃদয় নিঃসৃত বন্ধনে সতত কাঁদে।
প্রকৃতি গড়া নয়ন জুড়ানো বসুমতি
হেথা নেই চিরন্তন গতি,
দু'দিনের খেলাঘরে ব্যাকুলিত বন্ধু!  
নিত্য জাগে মায়ায় হৃদয় সিন্ধু।
পবিত্র পুষ্প রূপে সব প্রাণে
যতদিন বাঁচে যাপিত জীবনে
সুবাসিত হয় যেন মানব কুল
শুভেচ্ছা পাঠায় দিয়ে প্রাতের ফুল।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার
   রচনা:১৭ জানুয়ারি ২০২৪
(সড়ক পথে ঢাকার পানে।)