বাদল সুখ পরশ ভুলিতে ভুলিতে
আজি গহন বারিধারায় নিবিড় মগনে,
উদাসে ভিজে হাঁটি মম ছাদের পরে
অঙ্গনে অনাবৃত পদ যুগল হেরি নয়নে।
নৃত্য ঝংকারে বন্যা বহে সিক্ত যুগলে
কল্প রাজ্যে ঠেলে আমায় বহু দূরে,
নিবিষ্টে হেরি মম সমুদ্রে ঢেউ খেলে;
ঝুম বরিষায় হাঁটি তাহারই হাত ধরে।
সহসা বজ্রধ্বনি ভয়াতুরে আলিঙ্গনে
তব আঁখি নীলিমা হেরি আঁকড়ে ধরে,
সহস্র মেঘের ভেলা ভাসে আঁখিপাতে
হৃদয় ছুঁয়ে যায় আবেগে উচ্ছ্বাস ভরে।
আজি এ লগনে উপমা নাহি পাই তব
দীর্ঘ বিষণ্নতা মম অজান্তে যায় ধুয়ে,
মিলমিশে রহিতে চাহি ক্ষণ জীবনে;
এক সাথে সুখের প্রজাপতি হয়ে।
রচনাঃ১১ জুলাই,২০১৯