সুখের গেহতে
(গীতি কবিতা)
শারদীয় জোছনা ভরা যামিনীতে
চলেছি দুধ সাগরে ডুব দিতে।।
শুভ্র মেঘের ভেলায় চড়ে
মন মোর যায় রে উড়ে
পদ্ম কুমুদের সমাহারে
শরৎ মাতার কণ্ঠে হেরি শেফালি মালা
হদয় মম লাগে দোলা
কল্পলোকে নিয়ে যায় রে বন গিরি-পর্বতে।।
বরষার কালিমা মুছিয়ে
সরিৎ কোলে কাশের ঢেউয়ে
কে যায় নিঠুর বাঁশি বাজিয়ে
তারই সুরে পাগল করে
ভাসায় আমায় কোন্ সে স্রোতে।।
বৃষ্টি ধোয়া নীল আকাশে
তারাগণে সব তাকিয়ে হাসে
ছুটেছি আমি কার অাশে
লুকালো সে উর্মি শুভ্র কাশে
লুকোচুরি হৃদয়ে ব্যথা দেয় রে
অশ্রু বহে দুটি আঁখি পাতে।।
না বাজাইও নিঠুর বাঁশি
বলো যাও নিঠুরে ভালোবাসি
তাই তব সকাসে আসি
আমায় তুমি নিয়ে যাও রে
তোমার অমৃত সুখের গেহতে।।
রচনাঃ২১ আগস্ট, ২০২২