সুবর্ণ জয়ন্তী
বাঙালি বাংলাদেশ মুক্তিযুদ্ধ
এ নিয়ে আওয়ামী লীগ,
বায়ান্নর ভাষা আন্দোলনে
যবনিকার পথে শাসক মুসলিম লীগ।
উপমহাদেশের প্রাচীনতম দল
আজকে তার শুভ জন্মদিন,
সংগ্রাম স্বাধীনতা সমৃদ্ধির চিহ্নে
আনন্দময় হচ্ছে সুবর্ণ জয়ন্তী পালন।
জন্ম লগ্ন থেকে নিবিড় বাঁধনে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
সমতা সম্প্রীতির আদর্শিক দল নির্মাণে
জাতির পিতার ভূমিকা প্রজ্ঞাবান।
আশা ভরসার স্থল গণ মানুষের দল
আজ আমাদের দ্বারে এক মাহেন্দ্রক্ষণ,
আওয়ামী লীগ প্রতিষ্ঠার
গৌরবের পচাত্তর বছর উদযাপন।
হত্যা ক্যু ষড়যন্ত্র অনেক রক্ত দিয়ে
স্ব-মহিমায় টিকে আছে এ দল,
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র
দক্ষতা ও দৃঢ়তার এ ফসল।
আওয়ামী লীগের শক্তির উৎস
অগণিত কর্মী ও জনগণ,
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা
কোটি কোটি কন্ঠে করেছে ধারণ।
রচনাঃ২৩ জুন,২০২৪।