স্রষ্টার লীলা
(সনেট)

হে ধরিত্রী অধিপতি!তব ইচ্ছা বুঝা বড় দায়;
চাওয়া পাওয়া মাঝে সতত জীবন  অসহায়!
হেথা বৃক্ষ পত্র ঝরে ফের নতুন পল্লবে ছায়;
দেশে দেশে রবি জ্বলে অন্যত্র যামিনী নামে হায়!

অসহিষ্ণু উষ্ণে ক্লিষ্ট কোথাও হিম—বরফে নাশে;
একই সার্বভৌমত্ব, উল্টো ছবি অবিরত ভাসে,
দুখে গড়া কারো দিন যাপে জীবন কেউ বিলাসে; পল্টিতে সতত সিদ্ধ চিরদিন কাটে অনায়াসে।

হীন কর্মে বিত্ত গিরি,ধু্ঁকে ধুঁকে মরে সাধু জনে;
ভন্ডের বন্দনা গায় শমগুণী হেথা মূল্যহীনে!
বিবেকের মৃত দশা অনাচারী প্রতাপে সম্মানে;
পশ্চিমে উদিত রবি,তাই ঠিক্! তোষামুদে ভনে।

আসমানী বাণী আসে, বর্ণনায় আল ইমরান;
কাউকে ভিখারি করো,যাকে খুশি করো রাজ্য দান।

    রচনাঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৪।