সবুজে আচ্ছন্নতা উড়ে নীল গগনে;
শিল্পীর তুলি স্পর্শে আঁকা তারুণ্য ছবি,
এক সাগর রক্ত তারই মধ্যিখানে
বাঙালির আশার আলো রক্তিম রবি।
রক্তলাল সূর্যে দীপ্ত নব জাগরণে;
শ্যামলে জাতি মন সজীব প্রতিচ্ছবি,
গৌরব ঝান্ডা উড্ডীন ঐতিহ্যে সম্মানে
জাতি গাহেন গীত,রচেন গুরু রবী।
অর্ধ-নমিত শোকে,আনন্দে পূর্ণ শিরে;
মুক্ত বিহঙ্গ প্রতীক বহে দৃপ্তময়,
কত বীরে শহীদ -- সমুন্নত শ্রদ্ধায়,
পরিচয় মেলে জাতি বিশ্ব দরবারে।
হৃদ উষ্ণতা উজাড়ে রাখি তার মান;
শপথে দীপ্ত হই যায় তবুও প্রাণ।
------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
রচনাঃ১১/১০/২০১৭