সোনালি মুকুল
   (গীতি কবিতা)

গাছে গাছে সোনা রঙে ছড়া
মৌ মৌ গন্ধে মন মাতোয়ারা।।

বসুধায় মাঘের শীতল সমীরণ
ঘন কুয়াশায়  হিমের কাঁপন
বিকেলে রবি কিরণে লাগে মনোহরা।।

কুয়াশার চাদর ভেদ করা পাতার পরে
আম্র শাখে সাজানো থরে থরে
উঁচু শিরে দলে দলে মুকুলেরা।।

'রূপসী বাংলা'র পল্লির কান্তারে
শাখে শাখে মধুপ গুঞ্জরণে  উড়ে
সুরভিত আবেশে যেন আত্মহারা।।

অতি হরষে দুর্যোগের শঙ্কা
নির্ভয়ে বাজে খুশির ডঙ্কা
বিস্তর স্বপন ঘোরে চাষিরা।।

—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০২/০২/২০২২