অতীতের স্মৃতি কথা মানস পটে ভাসে-
চিত্তে লেখা নয়ন গাঁথা বারে বারে আসে।
দেখা হলো আম কুড়াতে
পাখি ডাকা প্রাতে-
ফেলে আসা দিনে ডাকে নব অভিলাষে।।
কথার বানে সেই ক্ষণে
কেউ কি কারে ছাড়ে-
অবশেষে সন্ধি হলো বৃক্ষতলে বসে।।
গোধূলি বেলায় পুকুর পারায়
কল্পলোকে ডুবি দু'জনায়
অজানা পথে পাড়ি দিতে চাহি সুখ আশে।।
কোন সে প্লাবন ভাসিয়ে দু'জন
দেয় দু'মেরু অবস্থান
পড়ন্ত বেলা এসো সখি ফিরি পুরানো দিবসে।।
রচনাঃ১৬ আগস্ট,২০১৯