স্মার্ট বাংলার রূপকার
( গীতিকবিতা)
নেত্রী ধন্য করেছে —দেশে সোনা ফলাইছে,
কী জাদু বলে নেত্রী হাসি ফুটাইছে।।
সদা ভাবে জনতার
কেউ তো জানে না নেত্রীর পরিকল্পনার,
যেমন পদ্মা সেতু টানেল তৈরি
নতুন দ্বার খুলেছে।
হায় রে! গ্রামে বিদ্যুৎ পায়রা বন্দরে দেশ সমৃদ্ধ করেছে।।
তিঁনি উন্নয়ন রূপকার
দেশে দীপ শিখার অনন্য কারিগর
মেট্রো রেল আর ফ্লাইওভার বাংলার অহংকার
হায় রে! উন্নয়ন নেশায় দিবারাত্রি
অবিরাম পরিশ্রম করছে।
হায় রে! জাতির পিতা কন্যার নেশায়
দেশের ভাগ্য ফিরেছে।।
মানবতার মা বিশ্ব নেত্রী চায়;
অভুক্ত আশ্রয়হীন না থাকে বাংলায়,
হায়রে নানা ভাতা ত্রাণের চালে
দারিদ্র দূর হইছে।।
কমিউনিটি ক্লিনিক চিকিৎসা সেবায়
ওষুধের অভাব এখন আর নাই রয়,
নেত্রীর স্মার্ট দেশ গড়ায়
বিশ্ববাসী তা' দেখে হতবাক হয়।
হায় রে! সাগর নদী ইলিশে ভরা
ধন-ধান্যে ফলে-ফুলে দেশ ভরেছে।
আহা! সারা দেশে মডেল মসজিদ বানাইছে।।
তাই শেখ হাসিনার সরকার
বাংলাদেশে বিকল্প নাই বারবার দরকার,
এসো সবাই মিলে মোরা বাঁধি জোট
বঙ্গবন্ধুর নৌকায় সদা দেই ভোট,
হায় রে! স্বাধীনতার প্রতীক নৌকা দুর্বার চলেছে।
আহা!জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়েছে।।
রচনা :২৮ সেপ্টেম্বর, ২০২৩।(জননেত্রী শেখ হাসিনা'র জন্ম বার্ষিকী উপলক্ষে।)